জনতার দরবারে সাব্রুমবাসীর অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

সুবীর রায় চৌধুরি(সাব্রুম):  মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয় বারের জন্য বৃহস্পতিবার সাব্রুম আসলেন বিপ্লব কুমার দেব।  “ওরা” উৎসবের উদ্বোধন করতে সকালে সাব্রুম গেলেন তিনি। সকালে সাব্রুমে আসার পরেই মনুতে বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে জনতার দরবারে অংশ নেন তিনি। কথা বলেন জনসাধারনের সঙ্গে । শোনেন তাদের সমস্যার কথা । আশ্বাস দেন যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে । দক্ষিন পূর্ব এশিয়ার প্রধান বানিজ্য দ্বার হবে সাব্রুম। ফেনী নদীর উপর তৈরি হচ্ছে মৈত্রী সেতু। সেই সেতু পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাব্রুমের বিধায়ক শঙ্কর রায়,বিলোনিয়ার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক সহ অনান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here