এডহক ভিত্তিতে বাড়ল চাকরির মেয়াদ

আগরতলাঃ বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলো তারা ক্ষমতায় আসলে ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের জন্য কিছু ব্যবস্থা করবেন । সেই মতো সুপ্রিম কোর্টে চাকরির মেয়াদ দু বছরের জন্য বাড়ানোরা আবেদন জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে । অবশেষে রাজ্য সরকারের আবেদন গ্রহন করলো দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার ১০৩২৩ শিক্ষকদের এডহক ভিত্তিতে চাকরির মেয়াদ বাড়ল আরও ২ বছর । অনান্য বিষয়ে রিভিও চার মাস পর । এর মধ্যে শিক্ষকদের বি.এড প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ জারি করেছে সুপ্রীম কোর্ট । রাজ্যে শিক্ষক নিয়োগে বর্তমান রাজ্য সরকার এককালীন যে ছাড়ের আবেদন করেছিলেন চার মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে সেই বিষয়ে বিবেচনা করার জন্য বলল শীর্ষ আদালত। মামলার রায়কে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে তিন জনের গঠিত ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় ঘোষণা করে এই নির্দেশ দিয়েছেন। রঞ্জন গগৈ ছাড়াও ডিভিশন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন উদয় উমেশ ললিত এবং কে এম জোফেশ । বিচারপতি জোসেফকে এই মামলা শুনানির জন্য নতুন ভাবে নিযুক্ত করা হয়েছে। এর আগে ২৪ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিলো। কিন্তু সেদিন শুনানি হয়নি। পরবর্তী তারিখ দেওয়া হয়েছিলো ১ নভেম্বর। সেই মত বৃহস্পতিবার এই মামলার রায় দেন প্রধানবিচারপতির নেতৃত্বে তিন জনের ডিভিশন বেঞ্চ । সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে এই মামলাটি প্রধান বিচারপতি নিযে শুনেছেন। আর ২ বছর চাকরির মেয়াদ বাড়ার ফলে খুশীর হাওয়া এখন ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।

error: Content is protected !!