অমলেন্দু মালাকার,কাটিগড়া(আসাম) প্রকাশিত হলো স্ফুরন-এর প্রথম শারদ সংখ্যা । সোমবার আনুষ্ঠানিকভাবে শারদ সংখ্যার প্রকাশ করেন বিশিষ্ট ভাষা গবেষক তথা প্রাক্তন বিধায়ক নিশীথ রঞ্জন দাস, শরিক সাহিত্য পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ চৌধুরি,বেলাভূমি পত্রিকার সম্পাদিকা অপর্ণা দেব ও নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী । এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় নববার্তা প্রসঙ্গের টিলাবাজার কার্যালয়। সভায় বিশ্বজিৎ চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের একটা স্বতন্ত্র ঐতিহ্য আছে । শারদ উৎসবের সময় সাহিত্য চর্চা বিশেষ ঐতিহ্য বহন করে আসছে । স্ফুরণ বরাবরই সৃষ্টিশীলতার প্রয়াসকে প্রসারিত করার উপর জোর দিয়ে আসছে । কাজটা কঠিন,কিন্তু সেই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য পত্রিকা গোষ্ঠীকে সাধুবাদ জানান তিনি । নিশীথ রঞ্জন দাস বলেন, শারদ সংখ্যা প্রকাশ করা অনেক কঠিন কাজ । আর্থিক সীমাবদ্ধতা নিয়ে স্ফুরন একাজ করেছে । সাহিত্য চর্চার পাশাপাশি স্ফুরন গোষ্ঠী সামাজিক কাজও চালিয়ে যাচ্ছে । যুক্তিগ্রাহ্য মন, প্রগতিশীল ভাবনাচিন্তার খোরাক দিয়ে যাচ্ছে স্ফুরন । অপর্ণা দেব বলেন, সাহিত্যের আকাশে স্ফুরন তার ব্যতিক্রমী স্বত্তা নিয়ে জায়গা করে নিয়েছে । তিনি বলেন স্ফুরণের উদ্যোগ উৎসাহজনক। রণের প্রচার আরও ব্যাপক মাত্রায় হোক।এছাড়া ধারাবাহিকতা বজায় রাখতে হবে।সেটা খুবই জরুরী । পত্রিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ের উপর প্রবন্ধ আছে। সঙ্গে আছে গল্প ও কবিতা । এতে বরাক উপত্যকা ছাড়াও পাশ্ববর্তী ত্রিপুরা,পশ্চিমবঙ্গের কয়েকজন লেখকের লেখা প্রকাশ করা হয়েছে।
Latest News
গ্রেফতার হয়েছিলেন নমো!
সম্প্রতি বাংলাদেশ সফরে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তি যুদ্ধ চলছিল সেই সময় তিনি গ্রেফতার হয়েছিলেন। প্রধানমন্ত্রীর...
এডিসি নির্বাচনের প্রচারে গিয়ে সিপিএমকে তুলোধুনা বিপ্লবের
এসএফআই, ডিএফওয়াই, মহিলা সমিতি, কৃষক সমিতি, সিপিএমের নামে চাঁদার জুলুম চলত। এমন কি মনরেগার যে গরিব কর্মীরা ছিল তাদেরকেও ছাড়েনি এই কমিউনিস্ট দল। বর্তমানে...
নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির
৬ এপ্রিল রাজ্যে এডিসি নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে রাজ্যের শাসক দল বিজেপি। শনিবার দুপুরে বিজেপি প্রদেশ কার্যালয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল...