আগামী ৬ মাসের মধ্যে সোনামুড়াতে বন্দর নির্মাণ গড়ে তোলা হবে

সুবীর রায় চৌধুরি(সাব্রুম):  কটি রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে প্রধান শর্তই হলো যোগাযোগ ব্যবস্থা। ফেনী নদীর উপর সেতু নির্মাণ হলে ত্রিপুরা সহ গোটা উত্তরপূর্ব সহ  দক্ষিন পূর্ব এশিয়ার সাথে বানিজ্য যোগাযোগ সুগম হবে। স্থলপথ ছাড়াও জলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। মেঘনা নদী হয়ে আশুগতি বন্দর হয়ে গোমতী নদীর মধ্যেও জলপথে যোগাযোগ ব্যবস্থা করা হবে। এর জন্য ৩৫ কিলোমিটার নদীপথ সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ।

আগামী ৬ মাসের মধ্যে সোনামুড়াতে একটি ছোট বন্দর গড়ে তোলা হবে । যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রাজ্যে পর্যটন ব্যবস্থাকেও ঢেলে সাজানো হবে। বৃহস্পতিবার সাব্রুম সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, মনুবনকূলে একটি উন্নত মানের বৌদ্ধ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। সন্ধ্যায় ধম্মাদীপা ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠে ১৭ তম রাজ্যভিত্তিক ওয়া উৎসবের সূচনা করেন তিনি।

error: Content is protected !!