আনন্দের মাঝেও ধন্যবাদ রেলীতেও দেখা মিললো না অধিকাংশের

জনি ভট্টাচার্য(কুমারঘাট) সুপ্রিম কোর্টের রায়ে ১০,৩২৩ শিক্ষকদের চাকুরির মেয়াদ দুবছর বৃদ্ধি করা হয়েছে শীর্ষ আদালতের এই রায়ে সাময়িক স্বস্তি পেয়েছে ১০,৩২৩ শিক্ষকরা। শিক্ষকদের দুবছর চাকুরির মেয়াদ বৃদ্ধির করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে গোটা রাজ্যের প্রতিটি মহকুমায় বৃহষ্পতিবার রেলি করল ১০,৩২৩ শিক্ষকরা।

foodzone

উনকোটি জেলার কুমারঘাটেও হয় অনুরূপ রেলি । এদিন সন্ধ্যায় ১০,৩২৩ কুমারঘাট মহকুমা কমিটির পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কুমারঘাট নেতাজি চৌমুহনি থেকে শিক্ষকদের দৃপ্ত মিছিল বেড়িয়ে কুমারঘাটের বিভিন্ন পথ পরিক্রমা করে পথসভায় মিলিত হয়। উপস্থিত ছিলেন ১০,৩২৩ এর উনকোটি জেলা সভাপতি বিদ্যুৎ জোতি চন্দ,রাজ্য কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার দে সহ অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ্য এদিনের কুমারঘাটের রেলিতে শিক্ষকদের উপস্থিতি তেমন ছিলনা ।তবে যারা রেলিতে অংশগ্রহন করেছিলেন উনাদেরকে কি কোন ধরনের চাপে পড়েই আসতে হয়েছিল রেলিতে? জনমনে উঠছে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here