অবশেষে স্বপ্নপূরন এলাকাবাসীর! সৌজন্যে মুখ্যমন্ত্রী

হক জাফর ইমাম(মালদা) মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৩৪ আট কিলোমিটার পাকা রাস্তার শুভ শিলান্যাস ৩৪ নম্বর জাতীয় সড়ক সংযোগের । পাকা রাস্তার শুভ শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। সোমবার বিকালে পুরাতন মালদার মহিষবাথানি এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে রাস্তার শুভ শিলান্যাস করা হয়। প্রায় ৪ কোটি ৪৭ লক্ষ্য টাকা ব্যায়ে তৈরি হবে এই রাস্তা। শিমুল ধাপ উত্তর থেকে বাড়িয়া টোলা হয়ে সাহানগর ইসলামপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক গৌর চন্দ্র মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন, সহ সভাধিপতি চন্দনা সরকার, প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু, সহ অন্যান্য অতিথিরা । দীর্ঘদিন ধরে এই পাকা রাস্তার দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের । আটটি  গ্রামের  প্রায় ২০ হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। বেহাল রাস্তার কারনে বর্ষার সময় তারা ভীষন অসুবিধায় পরত । তাদের দাবি অনুযায়ী রাজ্য সড়ক যোযনা প্রকল্পের মাধ্যমে এই রাস্তার জন্য বরাদ্দ হয় ৪ কোটি ৪৭ লক্ষ টাকা । সেই কারণে সোমবার বিকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৮ কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here