এল ক্লাসিকোতে গোলের মালা

শুভজিৎ মিত্রঃ মেসি নেই।নেই রোনাল্ডোও।তবুও এল ক্লাসিকো ঘিরে আগ্রহ ছিল পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা,বার্সা ও রিয়াল দুই দলের সমর্থকদের মধ্যেই।আর এই ম্যাচেই রিয়াল মাদ্রিদকে ৫-১ এর ব্যবধানে উড়িয়ে দিল ফিলিপে কুটিনহোরা।৩ টি গোল করেন লুই সুয়ারেজ।বাকি গোল দুটি করেন ফিলিপে কুটিনহো এনং আর্তুরো ভিদাল।

ম্যাচের প্রায় ১১ মিনিটের মাথায়,জর্ডি আলবার ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কুটিনহো।৩০ মিনিটের মাথায়,ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন লুই সুয়ারেজ।দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের মধ্যেই রিয়ালের হয়ে গোল করেন মার্সেলো।ম্যাচের ৭৫ ও ৮৩ মিনিটে আরও দুটি গোল করেন সুয়ারেজ।এরপর ৮৭ মিনিটের মাথায়,বার্সার হয়ে পঞ্চম গেলটি করেন আতুরো ভিডাল।

এদিন ন্যু ক্যাম্পে একটা জিনিস  পরিষ্কার হয়ে গেল।মেসির পরিবর্ত হিসাবে একটা গোটা দল রয়েছে আর্নেস্তো ভালভার্দের হাতে।তবে নতুন মরসুমে এখনো পর্যন্ত রোনাল্ডোর বিকল্প খুজে পায়নি রিয়াল। প্রসঙ্গত ১১ বছর পর এল ক্লাসিকো হল,মেসি-রোনাল্ডো বিহীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here