লোকসভা ভোটের আগে বিশবাঁও জলে রামমন্দির নির্মাণ

নয়াদিল্লীঃ  লোকসভা ভোটের আগে তৈরি হচ্ছেনা রামমন্দির । পিছিয়ে গেলো অযোধ্যা মামলার শুনানি । ২০১৯ সালের জানুয়ারি মাসে এই মামলার শুনানির দিন স্থির করা হবে। নতুন বেঞ্চ গঠন করে এক মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার সকালে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি  রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ৩ সদস্যের  গঠিত একটি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিলো । সেই মত শুরু হয়েছিলো শুনানি। শুনানি শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই প্রধানবিচারপতিরঞ্জন গগৈয়ের নেতৃত্বে ডিভিশন  বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার পরবর্তী শুনানির  দিন স্থির হবে ২০১৯ সালের জানুয়ারি মাসে। শীর্ষ আদালত আরও জানিয়েছে যে, নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় বাবরি মসজিদস্থলের জমি তিন ভাগে ভাগ করা হবে। একভাগ দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে । অন্য দুই ভাগ দেওয়া হবে নির্মোহী আখাড়া ও রামলালাকে । ওই রায় মেনে নিতে পারেনি কোনও কোনও মহল । এরপরেই এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়।

 

error: Content is protected !!