১৩ মিনিটেই সব শেষ

 

জাকার্তাঃ মাত্র ১৩ মিনিট আর তাতেই সব শেষ । সোমবার সকালে ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে ভেঙ্গে পড়লো লায়ন এয়ার এর একটি বিমান ।  সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে  সকাল ৬টা বেজে ২০ মিনিটে বোয়িং ৭৩৭ ম্যাস্ক ৮ মডেলের বিমানটি জাকার্তা থেকে সুমাত্রার পাঙ্গাল পিমাং এ যাওয়ার কথা ছিলো । কিন্তু বিমানটি টেকঅফ করার মাত্র ১৩ মিনিট পরেই রেডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি । এরপরেই সেটি মাঝসমুদ্রে পড়ে গিয়ে । বিমানে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৮৮ জন ছিলেন।বিমান  ঘটনায় এখনও পর্যন্ত কত জনের মৃত্যু হয়েছে তা সঠিক করে  বলা যাচ্ছেনা।

দুর্ঘটনার বিষয়ে কোনও তথ্য জানা যায়নি বলে জানিয়েছেন, ওই বিমান পরিষেবা সংস্থার প্রধান এডওয়ার্ড সিরায়াত। তিনি বলেছেন, “এই মুহূর্তে দুর্ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য করতে পারছি না।  সকল তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।”

ইন্দোনেশিয়ার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রধান সিনদু রাহায়ু সংবাদমাধ্যমে জানিয়েছেন, রেডার থেকে উধাও হয়ে যাওয়ার আগে বিমানটি ফিরে আসার কথা জানিয়েছিল।

error: Content is protected !!