ওবিসি কর্পোরেশনের উদ্যোগে হয়ে গেলো বিশেষ ঋণদান ও সচেতনতা শিবির

আগরতলাঃ ওবিসি মোর্চার সহযোগিতায় ওবিসি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ ঋণদান ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সোমবার। লেক চৌমুনিতে নিগমের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য প্রাণগোপাল দেবনাথ সহ অনান্য অতিথিরা। আজকের এই শিবিরে মোট ২৫ জনের হাতে চেক তুলে দেওয়া হয়।

ওবিসি কর্পোরেশনের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য প্রাণগোপাল দেবনাথপ্রানগোপাল দেবনাথ ডাকবার্তার প্রতিনিধিকে টেলিফোনি সাক্ষাৎকারে জানিয়েছেন,সারা ত্রিপুরা রাজ্য জুড়ে ১৫টি জায়গায় এই ঋনপ্রদান অনুষ্ঠান হবে। প্রানগোপাল বাবু আরও জানিয়েছেন,”বিগত দিনের সরকার মানুষকে বঞ্চিত ও শোষিত করেছে। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই রাজ্যের প্রতিটি প্রান্তে এই ঋণের ব্যাপারে জানানোর জন্য প্রচার চালাচ্ছি।”

“বিগত তিনমাস ধরে আমরা প্রচার অভিযান শুরু করে ঋণ দিচ্ছি। এই ঋণ শিবিরের মাধ‍্যমে রাজ্যের ওবিসি বর্গের মানুষদের ঋণ নেওয়া ও শোধ করার নিয়মগুলি সম্পর্কে জানানো হচ্ছে। ঋণের জন্য আবেদন করতে লাগবে শুধু ব্যাংকের একাউন্ট ও ওবিসি সার্টিফিকেট। এরজন্য কোনো কিছু জমানত রাখতে হবেনা। “

error: Content is protected !!