যুব উৎসবে বিশৃঙ্খলা ! মাঠে প্রবেশ করতে পারলেন না মন্ত্রী শান্তনা।

ফাইল ছবি

আগরতলাঃ বৈধ প্রবেশপত্র নিয়েও  ষষ্ট নর্থ-ইস্ট ইয়ুথ ফেস্টিভ্যালের সমাপ্তি দিনে স্বামী বিবেকানন্দ ময়দানের মাঠে প্রবেশ করতে পারলেন না রাজ্যের সমাজকল্যান দপ্তরের মন্ত্রী সান্তনা চামকা ।  ঘটনার বিবরনে জানা গেছে রবিবার সন্ধ্যায় উপযুক্ত প্রবেশপত্র নিয়ে অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করার সময় তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ । ইতিমধ্যেই এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল ।

সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী শান্তনা চাকমা বলছেন, “কি হচ্ছে কিছুই বুঝতে পারছিনা। আমিও কিছুই দেখবোনা। বাইরে থেকে দেখে চলে যাবো। আমি তো দেখবোনা।“ আর এখানেই উঠেছে একরাশ প্রশ্ন।

রাজ্যের একজন মন্ত্রী হয়ে ভিভিআইপি প্রবেশপত্র থাকা স্বত্বেও কেন গেটের বাইরে আটকানো হলো তাঁকে? তাহলে কি রাজ্যের আরক্ষা দপ্তরের আধিকারিক বা নিরাপত্তারক্ষী যারা গেটের সামনে ছিলেন তারা চিনতে পারলেন না রাজ্যর মন্ত্রী শান্তনা চাকমাকে। নিন্দুকেরা বলছে এ কেমন উৎসব !

যেখানে বৈধ প্রবেশপত্র থাকা স্বত্বেও রাজ্যের মন্ত্রী প্রবেশ করতে পারেনা সেখানে সাধারন দর্শক কিভাবে প্রবেশ করবেন? এত লক্ষ লক্ষ টাকা আয়োজন করে প্রথমবারের মত এতবড় উৎসব সামিল করা হলো সেখানে কেনো এত বিশৃঙ্খলা ? তাহলে কি ক্রিয়া দফতর এত বড় অনুষ্ঠানের জন্য প্রস্তুত নয়? যদি প্রস্তুত থাকতো তাহলে কেন এত সমস্যা দেখা দিলো? আর প্রস্তুত না থাকলে লোক দেখানো এই রকম উৎসবের কি আদেও কোন মানে আছে? এমনটাই কিন্তু মত রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারন মানুষের। অনুষ্ঠানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যা যা ঘটেছে তার দায় কে নেবে ? এটাই দেখার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here