৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন প্রদান নারী সমেতির

ডুকলীঃ  রেগারকাজ প্রতিমাসে ১০-১২ দিন করতে হবে এবং রেগার মজুরি ৩৪০ টাকা করতে হবে। সামাজিক ভাতা প্রাপকদের ২০০০টাকা করে দিতে হবে। রেশনে ডাল-তেলের ভর্তুকি বন্ধ করা চলবেনা এবং খাদ্য সংকটে নিরসনে উপজাতি এলাকায় ডবল রেশন দিতে হবে , সরকারি বিভিন্ন দফতরে কর্মী ছাঁটাই বন্ধ করতে হবে। সহ মোট চারদফা দাবী নিয়ে সোমবার ডুকলি আর ডি ব্লকের বিডিওএর কাছে ডেপুটেশন জমা দিলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমেতি ডুকলী মহাকুমা কমেটি। ডেপুটেশন প্রদানের আগে তারা মিছিল করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here