হরমনপ্রীতের ব্যাটে ভর করে কিউয়িদের বিরুদ্ধে রানের পাহাড়ে উইমেন ইন ব্লুজ

গায়ানাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। সৌজন্যে হরমনপ্রীতের ৫১ বলে ১০২ রান আর জেমিমা রডরিগেজের ৪৫ বলে ৫৯ রান। দুজনের বিধ্বংসী ব্যাটিং এ  নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় পাঁচ উইকেটে ১৯৪।

টসে নিতে অধিনায়ক হরমনপ্রীত কর ব্যাটিংএর সিদ্ধান্ত নেয়। কিন্তু খেলার শুরুতেই ওপেনাররা সেই ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। খেলার শুরুর কিছুক্ষনের মধ্যে আউট হয়ে যায় স্মৃতি মন্ধনা এবং তানিয়া ভাটিয়া।  মাত্র ১৫ রানে আউট হন দয়ালান হেমলতা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনের যখন এই অবস্থা সেই সময় ব্যাটিং এ হাল ধরেন দলের অধিনায়ক হরমনপ্রীত । নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন ভারতীয় অধিনায়ক । পাহাড় প্রমান রানের পাশাপাশি রেকর্ডও তৈরি করলেন। কেরিয়ারে টি-২০তে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করলেন হরমনপ্রীত। আর এই ম্যাচে শতরানের ফলে বিশ্বের তৃতীয় মহিলা ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে  নজির গড়লেন । ৫১ বলে ১০২ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিলো সাতটি চার ও আটটি ছয়।

অধিনায়ক হরমনপ্রীত কে যোগ্য সঙ্গত দেন জেমাইমা রডরিগেজ । চতুর্থ উইকেটে দুজনের ১৩৪ রানের পার্টনারশিপ ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় ।  ৪৫ বলে ৫৯ রান করে আউট হন জেমাইমা । নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৪ রান করে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here