চোরাইকাঠ উদ্ধারে সাফল্য পেলো বগাফা বনদপ্তরের কর্মীরা

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) গোপন খবরের ভিত্তিতে চোরাইকাঠ উদ্ধার করলো বগাফা বনদপ্তরের কর্মীরা । বৃহস্পতিবার রাত ১১টা শান্তির বাজার মহকুমার অন্তর্গত পাগলাছড়া এডিসি ভিলেজে নাইট পেট্রোলিংয়ে বেড়িয়ে বড়সড় সাফল্য অর্জন করলো বগাফা বনদপ্তর । বগাফা বনদপ্তরের এসডিএফও সুমন মল্ল, রেঞ্জার প্রসেনজিৎ দেববর্মা ও বনদপ্তরের অন্যান্য কর্মীদের যৌথ প্রচেষ্টায় এই অভিযান চালানো হয়।

  টিআর ০৩-৪৩২৭ নম্বরের একটি গাড়ি থেকে  ৩২ থেকে ৩৩ ফুট সেগুনকাঠ উদ্ধার করে।  উদ্ধারহওয়া কাঠের বাজার মূল্য ৪০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন  বনদপ্তরের কর্মীরা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুস্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আগামী দিনেও এই ধরণের অভিযান জারি থাকবে বলে সংবাদমাধ্যমকে জানান বনদপ্তরের কর্মীরা।

error: Content is protected !!