ওএনজিসি পুরনো যন্ত্রাংশ ও খনন নিয়ে চাঞ্চল্য তুইচাংমা এলাকায়

কল্যান ভট্টাচার্য(খোয়াই) খোয়াই আগরতলা ভায়া  সুবলসিং সড়কের তুইচাংমা এলাকার জঙ্গলে ওএনজিসিরর পুরনো খনন ও জং ধরা যন্ত্রাংশ উদ্ধার নিয়ে এলাকার আদিবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । কেউ কেউ বলছেন এই স্থানের মাটির তলায় কেরোসিন তেলের সন্ধান পাওয়া গেছে তাই ওএনজিসি মাটির উপর যন্ত্রাংশ লক করে গেছে। আবার কেউ কেউ বলছেন বহু বছর পূর্বে অর্থাৎ ১৯৭০ সাল থেকে ৭৭ সালের মধ্যে ওই জায়গায় খননকার্য চালিয়েছে ওএনজিসি, কিন্তু সফল না হয়ে ফিরে গেছে।

খোয়াই সুবলসিং পাহাড়ের যে জঙ্গলে এই জং ধরা যন্ত্রাংশ পাওয়া গেছে তা হেজামারা ব্লকের দুমাকারী এডিসি ভিলেজের ভিলেজের তুই চাকমা গ্রামে । বর্তমানে এটি বনদফতরের অধীনে রয়েছে। প্রায় প্রতিদিন  সুবল সিং পাহাড়ে গাড়ি থামিয়ে কৌতূহলী মানুষ ওএনজিসির প্রাক্তন খনন ও পুরনো যন্ত্রাংশ দেখতে ছুটছেন । উপজাতি অংশের মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে ওএনজিসি প্রাকৃতিক সম্পদ পেয়েছে বলেই বটলিং করা পাইপের মুখ লক করে  দিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here