পুরোনো কমেটি ভেঙ্গে নতুন জেলা কমেটি ঘোষণা করলেন টিএমসিপির নতুন সভাপতি

কলকাতাঃ হালিশহরের ছেলের কাঁধে গুরু দায়িত্ব দিয়ে যে ভুল করেননি দলনেত্রী মমতা বন্ধোপাধ্যায় তা প্রথম দিনের সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি  তৃণাঙ্কুর ভট্টাচার্য। দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়লেন তৃনমূল-কংগ্রেস ছাত্র পরিষদের নতুন সভাপতি  তৃণাঙ্কুর ভট্টাচার্য ও সহসভাপতি রুমানা আখতার  ।

বুধবার তৃনমূল ভবনে সাংবাদিক বৈঠক করে নতুন ২৩টি জেলা কমেটির কথা জানিয়ে দিলেন নতুন সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য । পাশাপাশি ভেঙ্গে দেওয়া হলো পুরানো কমেটি। নতুন কমেটিতে কারা স্থান পেয়েছে তাও তিনি জানিয়ে দিয়েছেন সাংবাদিক বৈঠকে। বৈঠকে ১৭টি জেলার তৃনমূল ছাত্র পরিষদের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজ্য কমিটির ক্ষেত্রে খুব ছোট কমিটি গড়েছেন শাসক দলের ছাত্র পরিষদের নতুন সভাপতি ৷ সেই তালিকায় রয়েছেন মাত্র পাঁচ সাধারণ সম্পাদক ও তিনজন সম্পাদক ৷  সাংবাদিক সম্মেলনে তৃণাঙ্কুর জানিয়েছেন যে ‘‘আমি নতুন এসেছি ৷ কিছু না দেখে হঠকারী সিদ্ধান্ত নিতে চাইছি না৷ বাকি জেলাগুলির বিষয়ে জেনে-বুঝে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেব৷’’

অপর দিকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা কলেজে কলেজে তোলাবাজি প্রসঙ্গে নতুন সভাপতির কাছে জানতে চেয়েছিলেন। সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তৃণাঙ্কুর জানিয়েছেন, ‘‘আমি কলেজগুলি ঘুরে ও বিভিন্ন মাধ্যম থেকে খোঁজ নিয়ে জেনেছি প্রত্যক্ষভাবে তৃণমূলের সঙ্গে জড়িত কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয়৷’’

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here