দুই জেলার পঞ্চায়েত দপ্তরের কাজে সন্তুষ্ট প্রকাশ মন্ত্রীর

গৌতম পাল(রায়গঞ্জ) পঞ্চায়েত দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পের কাজ ভালোই হয়েছে বলে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী। শুক্রবার রায়গঞ্জ কর্নজোড়ায় বিবেকানন্দ সভাকক্ষে উত্তর ও দক্ষিন দিনাজপুর এই দুই জেলার জেলাশাসক, জেলা পরিষদ সভাধিপতি ও পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলার পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম নিয়ে রিভিউ মিটিং করেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী । সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অজিত বর্ধন এবং বিধায়ক অমল আচার্য। মিটিং শেষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুব্রত মুখার্জী বলেন, পঞ্চায়েত দপ্তরের দুই জেলার বিভিন্ন  কাজ মোটামুটি ভালোই হয়েছে। তবে কাজের আরও গতি আনতে হবে বলে জানান তিনি। তিনি এও বলেন, দপ্তরের পাইলট প্রোজেক্টের মধ্যে রাস্তা ও সেতু নির্মানের কাজগুলো আগামী লোকসভা নির্বাচনের আগেই শেষ করার নির্দেশ দেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here