অটোরিক্সা-বাইকের মুখোমুখি সংঘর্ষ,আহত একাধিক

 বিশ্বেশ্বর মজুমদার(জোলাইবাড়ি)  অটোরিক্সা ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চারজন।  শুক্রবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তগত জোলাইবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।  আহতদের নাম তপন মজুমদার(৪৫), পারি মগ(৪৬),অনিতা মগ(২) ও প্রভু মগ(১২)। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। আহত তপন মজুমদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আর ৩ জনকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

foodzone
foodzone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here