বাংলায় যে গণহত্যা সিপিএম করেছিলো অসমে সেটা বিজেপি করেছে

কলকাতাঃ “অসমের ঘটনা নারকীয় হত্যাকান্ড। বাংলায় যে গণহত্যা সিপিএম করেছিলো অসমে সেটা বিজেপি করেছে”। অসমে পাঁচজন হত্যার প্রতিবাদে শুক্রবার দক্ষিন কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল শেষে সভায় অংশ নিয়ে অসমের ঘটনা নিয়ে বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমন করলেন যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্ধোপাধ্যায় । প্রতিবাদ সভার শুরু থেকেই অভিষেক বন্ধোপাধ্যায়ের নিশানায় ছিল বিজেপি ও কেন্দ্রীয় সরকার। সভার শুরু থেকেই বিজেপি সহ কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমন শানান বাংলার যুবরাজ । ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবী করেছেন তিনি । পাশাপাশি প্রশ্ন তুলেছেন, গনহত্যার দায় নিতে অস্বীকার করেছে আলফা। তাহলে কারা হামলা করলো? আজকের প্রতিবাদ সভা থেকে অভিষেক বন্ধোপাধ্যায় স্পষ্ট করে দেন যে, এনআরসি বাংলায় চালু করতে পারবেনা কেউ। যতদিন মমতা বন্ধোপাধ্যায় বেঁচে থাকবেন ততদিন বাংলা থেকে কাউকেই বিতরিত করতে পারবেনা কেউ। তিনি আরও জানিয়েছেন, এই লড়াই বাঙ্গালীদের ঐতিহ্যরক্ষার লড়াই। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন কলকাতাতেও অসমে ৫ জনকে হত্যা করার প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে  হাজরা মোড় পর্যন্ত হয় এই মিছিল । মিছিলের নেতৃত্বে  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন ফিরহাদ হাকিম,মদন মিত্র সহ তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য,লগ্নজিতা চক্রবর্তী সহ অনান্য নেতৃবৃন্দরা। মিছিলে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকরা মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা হাতে প্রতিবাদ মিছিলে হাঁটেন।

error: Content is protected !!