ক্যাম্পাসের ভিতরেই ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত SRFTI এর দুই ছাত্র

CITU forces Ray institute to shut down *** Local Caption *** Satyajit Ray Film and Television Institute : srfti - EXpress Photo

স্টাফ রিপোর্টার(কলকাতা)  ফের খবরের শিরোনামে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট। সেখানকার দুই ছাত্রের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে  SRFTI এ পাঠরত এক ছাত্রী। ওই ছাত্রীর অভিযোগ, কলেজ ক্যাম্পাসের মধ্যেই ওই দুই ছাত্র  তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেছে। ইতিমধ্যেই দুজনের নামে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী।

অভিযোগ জানিয়ে পুলিশকে ওই ছাত্রী জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর ও ৬ নভেম্বর তারিখে ওই কলেজেরই দুই ছাত্র তাঁর শ্লীলতাহানি করে। এমনকী, তাঁকে বিভিন্ন ভাবে হুমকি দিতেও শুরু করে বলে অভিযোগ। ওই ছাত্রীর বাড়ি ঝাড়খণ্ডে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here