১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার বিরুদ্ধে শিরোমনি অকালি দলের প্রতিবাদ মিছিল রাজধানীতে

নয়াদিল্লিঃ ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় নিহত ও আহতদের  ন্যায়বিচারের দাবিতে রাজধানীর রাজপথে প্রতিবাদ মিছিলে নামল শিরোমনি অকালি দল। কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলের নেতৃত্বে শনিবার এক বিক্ষোভ মিছিল বের হয় । বিক্ষোভ মিছিলে অশান্তি ও উত্তেজনা শুরু হওয়ায় হরসিমরত কৌর বাদলকে  আটক করেছে পুলিশ।

প্রতিবাদকারীদের দাবি ,  ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার শিকার ও তাদের পরিবারকে ন্যায়বিচার এবং তিন দশক আগে এই ঘটনার জন্য দোষীদের শাস্তি দিতে হবে। পার্টির পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, “শিরোমনি অকালি দল সর্বদা শিখ অধিকারের সুরক্ষার জন্য লড়াই করেছে এবং অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে,”। পাশাপাশি টুইটে আরও বলা হয়েছে, “আমরা ১৯৮৪ সালের গণহত্যার জন্য লড়াই করছি এবং গণহত্যায় অপরাধীদের বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম বন্ধ করব না।”

১৯৮৪ সালের শিখ দাঙ্গার শিকার ব্যক্তিদের জন্য অকালি দল বিচার চাইছে, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর রাজধানী ও দেশের অন্যান্য অংশে  বিপুল সংখ্যক শিখদের  হত্যা করা হয়েছিল। প্রসঙ্গত ইন্দিরা গান্ধীকে যারা হত্যা করেছিল তারা ছিল শিখ ও তার দেহরক্ষী।

আজকের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল সংবাদ মাধ্যমকে জানিয়ছেন যে, “আমাদের সম্প্রদায় ৩৪ বছর ধরে বিচার চাইছে। হাজার হাজার শিখদের গণহত্যা করা হয়েছে, বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং তারা তাদের সবকিছু হারিয়েছে। এ ধরনের অত্যাচার ভারতের ইতিহাসে বিরল। কেউই এর বিচার পায়নি। কেন বিচার বিভাগ নিজেই ব্যবস্থা নিচ্ছেন না?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here