রিফাত হত্যায়, স্বামীর খুনে স্ত্রীর বিরুদ্ধে সন্দেহের ঘনঘটা

ঢাকা: প্রকাশ্যেই স্বামী রিফাতকে কয়েকজন মিলে কুপিয়ে যাচ্ছিল। আর তিনি সেই খুনিদের সঙ্গে লড়ছিলেন। বাঁচাতে পারেননি। বাংলাদেশে সাম্প্রতিক সময়ের সবথেকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে, চাঞ্চল্যকর মোড় নিতে শুরু করেছে। অভিযোগ, সবটাই নাকি ছিল ভাঁওতা। স্বামীকে খুনের ছক করে প্রকাশ্যে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়েছিলেন মিন্নি। তিনিই গোটা ঘটনার নেপথ্য নায়িকা।

ত্রিকোণ প্রেমের সমস্যাও এখানে উঠে আসছে বেশি করে। অভিযোগ খুনিদের সঙ্গে মিন্নির সম্পর্ক ছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালত মিন্নিকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

সম্প্রতি বরগুনার রাস্তায় সবার সামনে খুন করা হয় রিফাত নামে এক সদ্য বিবাহিত যুবককে। রাম দা দিয়ে কুপিয়ে মারা হয় তাঁকে। সেই ছবি ধরা পড়ে সিসিটিভি-র ফুটেজে। ভাইরাল হয়ে যাওয়া সেই ফুটেজ, কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। বিশ্ব জুড়ে ছড়ায় চাঞ্চল্য।

ছবিতে দেখা যায় স্থানীয় দুষ্কৃতি নয়ন বন্ড ও তার সাগরেদরা কুপিয়ে খুন করছে। সবার সামনে এই খুন হলেও কেউ সাহায্যের জন্য আসেনি। উল্টে সেদিন একাই খুনিদের সঙ্গে লড়াই করেছিলেন মিন্নি। তিনিও পারেননি স্বামী রিফাতকে বাঁচাতে। পরে পুলিশি অভিযানে আত্মগোপনকারী খুনি নয়ন বন্ডের গুলিতে মৃত্যু হয়। কয়েকজন ধরা পড়েছে।

এরপরেই ঘটনা মোড় নেয়। তদন্তে উঠে আসে নয়নের সঙ্গে মৃত রিফাতের স্ত্রী মিন্নির পুরনো সম্পর্কের কথা। মৃত রিফাতের পরিবারের অভিযোগ, নয়নকেও বিয়ে করেছিল মিন্নি। সেই বিয়ে লুকিয়ে পরে রিফাতকে বিয়ে করে সে। নয়নের সঙ্গেও তার সম্পর্ক ছিল।

ফলে তদন্তে নেমে পুলিশ পড়ে বিরাট ধাঁধায়। অভিযোগের ভিত্তিতে মিন্নিকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়। তবে বিচারকের কোনও প্রশ্নের উত্তর দেননি মিন্নি। সবশেষে তিনি নিজেকে নির্দোষ বলেই জানান। তাৎপর্যপূর্ণ ঘটনা মিন্নির পক্ষে দাঁড়াতে চাননি কোনও আইনজীবী।

সরকার পক্ষের আইনজীবী সঞ্জীব দাস জানিয়েছেন- আইনজীবীদের কেউ আসামিদের পক্ষে নিয়োগ না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে মিন্নির পক্ষে আদালতে কোনও আইনজীবী ছিলেন না।

মিন্নি আদালতকে বলেন, ‘আমি হত্যাকাণ্ডে জড়িত নই। আমি সেদিন আমার স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আদালত মিন্নিকে প্রশ্ন করেন, হত্যাকাণ্ডের আগে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে মোবাইল ফোনে আপনার অসংখ্য মেসেজ ও ফোনকল রয়েছে। মিন্নি জানান, ওরা আমাকে হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়েছে। যার কারণে আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি।

জেরায় মিলবে আরও তথ্য। সূত্র খুঁজছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here