“প্যাহেলে মাতদান ফির জলপান”

ছত্তীশগঢ়ঃ সোমবার ছত্তীশগঢ়ে দ্বিতীয় দফার ভোট প্রচারে একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “প্যাহেলে মাতদান ফির জলপান”।

“আমাদের বিরোধী দল যারা আছে তারা এখনও বিজেপির সঙ্গে লড়াই করতে জানে না । আমরা উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করছি। ছত্তীশগঢ়ে যেখানেই আপনি যান সেখানে উন্নয়ন দেখতে পারেন।“ বিলাসপুরে ভোট প্রচারে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here