বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে এগিয়ে এলো ওএনজিসি

আসিশ মিয়াঁ(বিশ্রামগঞ্জ) হাইড্রোকার্বন সেক্টরে কারিগরী দক্ষতা বৃদ্ধির লক্ষে বুধবার এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো মানব কল্যান ওয়েলফেয়ার সোসাইটি ।  ওএনজিসিএর সহায়তায় বিশ্রামগঞ্জ ডন বসকো স্কুলে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ওএনজিসি ত্রিপুরা শাখার এস্কিকিউটিভ ডিরেক্টার গৌতম সিংহ রায়ের হাত ধরে প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক এস সি দাস, বি সি সি চেয়ারম্যান রাজীব দেববর্মা সহ অনান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওএনজিসি ত্রিপুরা শাখার এস্কিকিউটিভ ডিরেক্টার গৌতম সিংহ রায় বলেন, দীর্ঘদিন ধরে ওএনজিসি কাজ করে চলেছে। মোট ৭২ জন ছাত্রছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সর্বমোট ৪৭০ ঘন্টা হবে এই প্রশিক্ষণ শিবির। আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে আরও প্রোজেক্ট ত্রিপুরাতে আসবে। SKIL DEVELOPMENT এর মধ্যে দিয়েই বেকারদের স্বনির্ভর করে তুলতে হবে। রাজ্যে ভালো স্কিল নেই বলে বহিঃরাজ্য থেকে ছেলেমেয়েদের নিয়ে আসতে হচ্ছে। রাজ্যের বেকার যুবক-যুবতীরা এই সমস্ত কাজ শেখার পর তাদেরকে রাজ্যে বিভিন্ন কাজে নিয়োগ করা হবে। যার ফলে রাজ্যে বেকারের সংখ্যা অনেকটাই কমে যাবে।

SKIL DEVELOPMENT এর জন্য ওএনজিসির পক্ষ থেকে ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আগামীদিনে আরও অনেক টাকা আসবে  SKIL DEVELOPMENT এর উন্নয়নের জন্য।

বিজ্ঞাপন

error: Content is protected !!