নারীদের জন্য নতুন ফতোয়া ,পরা যাবেনা…

ওয়েব ডেস্কঃ দারুল-উল-দেওবন্দ, ভারতের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান । তারা মুসলিম নারীদের নামাজের জন্য একটি ফতোয়া জারি করেছে ।  সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠিত মৌলবী মুফতি ইষ্রার গৌড়া বলেন, “মুসলিম নারীদের নেল পালিশের ব্যবহারে একটি ফতোয়া জারি করেছে দারুল-উল-দেওবন্দ, কারণ এটি ইসলামবিরোধী । কিন্তু তারা মেহেন্দি ব্যবহার করতে পারে।”

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান যে, মুসলিম নারীরা নেল পালিশ ব্যবহার করতেই পারে কিন্তু নামাজের আগে তাদের মুছে ফেলতে হবে। রাষ্ট্রবাদী মুসলিম মহিলা সংঘের জাতীয় সভাপতি ফারাহ ফাইজ এই ফতোয়াকে প্রত্যাখ্যান করে বলেন, “তারা কখোনোই মুসলিম পুরুষদের বিরুদ্ধে ফতোয়া জারি করে না।অনেক কিছুই ইসলাম সমর্থন করেনা কিন্তু তবুও তারা করে তারা চাই মুসলিম নারীরা শুধুমাত্র তাদের ফতোয়া অনুসারে চলবে।দারুল উলুম পাকিস্তানেও আছে, কিন্তু তারা এইরকম ফতোয়া জারি করেনা।”

বছরের প্রথমে তারা আরেকটি নির্দেশ দেয় যেখানে তারা মুসলিম নারীদের ছেলেদের ফুটবল খেলা দেখা থেকে বিরত থাকতে বলেন, কারণ এটি ইসলামের নীতির বিরুদ্ধে। তাদের ফতোয়াতে বলা হয়,”ফুটবল খাটো পোশাক পরে খেলা হয়, তাই পুরুষদের এই অবস্থাতে দেখা নারীদের ইসলাম বিরুদ্ধ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here