“নেশার ঘোরে টাকা ওড়ে”, কিন্তু টাকার অভাবে ??

ওয়েবডেস্ক: “নেশার ঘোরে টাকা ওড়ে” কিন্তু টাকার অভাবে অদ্ভুত নেশা করে কিছু কিছু মানুষ। সেইরকমই ইন্টারনেট জগতে বিচিত্র মানুষের কর্মকান্ড হাতের মুঠোয় দেখা যায়। কিছুদিন আগেই এরকমই এক কর্মকান্ড জনপ্রিয় হতে থাকে নেট প্রেমীদের কাছে।ইন্দোনেশিয়ার গ্রামের কিছু তরুণ-তরুণীরা অদ্ভুত ধরণের নেশা করছে। ইন্ডিয়া টাইমস ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয় যে , ইন্দোনেশিয়ার গ্রাম্য এলাকার কিছু তরুণ-তরুণী স্যানিটারি ন্যাপকিনের দ্বারা নেশা করছে।

ইন্দোনেশিয়ার মাদক নির্মূল বিভাগের প্রধান সুপ্রিনারতো, স্ট্রেইটস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “তারা ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনকে জলের মধ্যে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে। তারপর তারা সেই জল পান করে।”

ব্যবহৃত স্যানিটারি প্যাডকে জলে ফোটানোর ফলে এতে উপস্থিত বিভিন্ন কেমিক্যাল জলের সাথে মিশে যায়। তারপর প্যাডের অংশগুলি ফেলে দিয়ে অবশিষ্ট জলকে পান করে। এই নেশার খপ্পরে পরে দেশের একটা বৃহত্তম প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই নেশার মাত্রা অনেক বেশি এবং একে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ইন্দোনেশিয়ার শিশু সুরক্ষা বিভাগের থেকে জানানো হয়েছে যে, যেসব তরুণ-তরুণীদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারা এইসব প্যাডগুলি বিভিন্ন আস্তাকুঁড় থেকে সংগ্রহ করে সস্তার নেশা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here