আদবানীর সামনে “নতমস্তকে“ মোদী

ওয়েব ডেস্কঃ লালকৃষ্ণ আদবানীর সামনে “নতমস্তকে “ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার এই ছবি আপলোড করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক অ্যাকাউন্টে  । আর তারপরেই শুরু হয়েছে জোর আলোচনা।  কেন তিনি লালকৃষ্ণ আদবানীর সামনে নতমস্তক করলেন? সেই জল্পনার অবসান ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। বৃহস্পতিবার লালকৃষ্ণ আদবানীর ৯১ তম জন্মদিন ছিলো।  জন্মদিনেই লালকৃষ্ণ আদবানীর বাসভবনে গিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। আদবানীর সামনে মাথা নত করে প্রনাম করেন প্রধানমন্ত্রী।
কিন্তু এই ছবি স্যোশাল মিডিয়ার আসার পর থেকেই বিরোধীরা একের পর এক কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে । অনেকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । তাই নির্বাচনের আগে প্রবীন বিজেপি শীর্ষ নেতাদের কাছে  “নতমস্তক “ হয়ে ভোটের বৈতারনি পাড় করতে চাইছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here