মেসির Messi’s two goals, yet barcelona loseজোড়া গোল, তবুও হার বার্সার

Barcelona's Argentinian forward Lionel Messi prepares to shoot a penalty kick during the Spanish league football match between FC Barcelona and Real Betis at the Camp Nou stadium in Barcelona on November 11, 2018. (Photo by Josep LAGO / AFP)

প্রেরনা গাইনঃ  রাশিয়া বিশ্বকাপের পর আর মেসিকে বল পায়ে দেখা যায়নি। শোনা যাচ্ছিল ২০২২ বিশ্বকাপের আগে তিনি আর মাঠে নামবেন না । কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে লা লিগায় রিয়াল বেতিসের বিরুদ্ধে বার্সেলোনার জার্সিতে বল পায়ে মাঠে নামেন লিওনেল মেসি । তাঁর ফ্যানেদের প্রত্যাশা মতোই মাঠে নেমে জোড়া গোলও করেন এলএম টেন । কিন্তু তাঁর জোড়া গোল বার্সার হারকে আটকাতে পারল না । নু ক্যাম্পে রিয়াল বেতিসের কাছে ৪-৩ গোলে হেরে যায় বার্সা। লা লিগায় এই নিয়ে তাঁদের দ্বিতীয় হার । এদিন আক্রমণ, প্রতি-আক্রমণে শুরু থেকেই ম্যাচ জমে ওঠে ।

প্রথমার্ধের ২০ মিনিটের মাথাতেই স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়র ফিরপোর অপ্রত্যাশিত গোলে এগিয়ে যায় রিয়াল বেতিস। প্রথম গোল হজম করার আগেই ৩৪ মিনিটে দ্বিতীয় গোল খায় বার্সেলোনা। রিয়াল বেতিসের হয়ে দ্বিতীয় গোল করেন স্পেনের হোয়াকিন। তাঁর এই গোল মেসি বাহিনীর কাছে চাপ বাড়াতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা।

 ম্যাচের বয়স যখন ৬৮ মিনিট, তখন লিওর গোলে ম্যাচে ফেরে বার্সা। বক্সের মধ্যে জডি আলবাকে ফাউল করে পেনাল্টি পায় তাঁরা । আর সেখান থেকেই গোল করতে বিলম্ব করেন নি মেসি। এর ফলে স্কোরলাইম ২-১ হয়। কিন্তু ৩ মিনিট পরেই টের স্টেগেনের ভুলে লো সেলসোর জোড়া শট মেসির হাতে লেগে জালে জড়ায়। ফলে স্কোরলাইন হয় ৩-১। ৭৯ মিনিটে বার্সার হয়ে সেই ব্যবধান কমান আর্তুরো ভিদাল। কিন্তু তাতেও থামানো যায়নি রিয়াল বেতিস ফুটবলারদেরন ৮৩ মিনিটে বেতিসের হয়ে গোল করেন কানালেস। অতিরিক্ত সময়ের দু’মিনিটের মাথায় মেসির গোলে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারে নি বার্সেলোনা। অবশেষে ৪-৩ গোলে হার হয় তাঁদের। তবুও ১২ ম্যাচের সাতটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here