“কোনওভাবেই মাওবাদীরা সংবাদমাধ্যমের কোনও কর্মীকে গুলি করতে চায়নি”

ছত্তিশগড়ঃ ছত্তিশগড়ের দান্তেওয়ার মাওবাদীদের গুলিতে নিহত হিয়েছিলেন ডিডি নিউজের ক্যামেরাম্যান অচ্যুতানন্দ সাহু সহ দুজন পুলিশ অফিসার। এই ঘটনার পর মাওবাদীদের পক্ষ থেকে প্রেস বিবৃতি জারি করে বলা হয়েছে, “সংবাদ মাধ্যমকে নিশানা করা তাদের কোন লক্ষ্য ছিলোনা” । চিঠিতে আরও বলা হয়েছে, “দুরদর্শনের ক্যামেরাম্যান ওই সংঘর্ষের সময় এলাকায় ছিলেন, সে খবর মাওবাদীদের কাছে ছিল না৷ মাওবাদীদের গুলি চালাতে বাধ্য করেছিল পুলিশ ৷ কোনওভাবেই মাওবাদীরা সংবাদমাধ্যমের কোনও কর্মীকে গুলি করতে চায়নি” ৷

যদিও মাওবাদীদের এই দাবী উড়িয়ে দিয়েছেন দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব । তিনি জানিয়েছেন,  “সংঘর্ষের ছবি তুলছিলেন বলেই ক্যামেরাম্যানকে খুন করেছে মাওবাদীরা । প্রশ্ন তুলেছেন কেন ক্যামেরা লুঠ করা হল? মাওবাদীরা তাদের বিরুদ্ধের সব প্রমাণ নষ্ট করতে চেয়েছিল বলেই দুরদর্শনের ক্যামেরাম্যানকে খুন করা হয়৷”

শুক্রবার সকালে সিপিআই(মাওবাদী)-র পক্ষ থেকে শুক্রবার সকালে একটি প্রেস বিবৃতি পেশ করা বলা হয়েছে, প্রতিদিন গ্রামের মানুষ আক্রান্ত হচ্ছে প্রশাসনের হাতে৷ প্রতিদিন স্থানীয় মানুষের ওপর অত্যাচার চালানো হচ্ছে৷ তাই হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছেন মাওবাদীরা৷

error: Content is protected !!