‘মহারাজ’ চিত্তরঞ্জন দেববর্মা পেলেন “সন্ত ঈশ্বর” পুরস্কার

ওয়েবডেস্ক: সোমবার আরএসএস এর শাখা সংগঠন “সেবা ভারতী” দিল্লিতে সমাজের সেবায় নিয়োজিত ব্যক্তি ও সংগঠনকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, হর্ষবর্ধন ও ত্রিপুরার বর্তমান পিসিসিএফ ভি.কে বহুগুন। সেবা ভারতী এই বছর ত্রিপুরা রাজ্যের ‘মহারাজ’ চিত্তরঞ্জন দেববর্মাকে “সন্ত ঈশ্বর” পুরস্কারের জন্য মনোনীত করেন। যিনি রাজ্যের উপজাতীয় যুবকদের চারিত্রিক শিক্ষা ও বিকাশের জন্য সেবা প্রদান করছেন। তার সংগঠনটি দক্ষিণ ত্রিপুরায় “সিদ্বেশ্বরী সেবা মিশন” নামে পরিচিত।

রাজ্যের পিসিসিএফ ভি.কে বহুগুন বলেন, পুরস্কারটি অসাধারণ সাহস ও দৃঢ়তায় নিবেদিত পুরুষকে দেওয়া হলো। যিনি ব্যক্তিগতভাবে রাজ্যের উপজাতি সমাজের জীবনধারায় আমূল পরিবর্তন আন্তে বহুবছর ধরে অদম্য সাহসিকতার সাথে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here