মুম্বাইয়ে কাজ করতে গিয়ে আহত শ্রমিকরা

 হক জাফর ইমাম(মালদা) মুম্বাইয়ে শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হলেন মালদার শ্রমিকরা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুম্বইয়ের থানেতে একটি বহুতল নির্মাণের সময়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় মালদার সাত শ্রমিক গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ মঙ্গলার আহত কয়েকজন শ্রমিকের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল ৷ ওই দলের পক্ষ থেকে আহত শ্রমিকদের পরিবারের হাতে কিছু সাহায্যও তুলে দেওয়া হয় ৷ মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সকাল ১০টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ পশ্চিম থানেতে একটি বহুতল নির্মাণের কাজ করছিলেন ওই শ্রমিকরা ৷ তাঁরা একটি বাঁশের মাচায় চেপে কাজ করছিলেন ৷ সেই মাচা হঠাৎ ভেঙে পড়ে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ৷ তাঁরাই দুর্ঘটনাগ্রস্ত সাত শ্রমিককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন ৷ আহত শ্রমিকরা এখনও সেখানে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের মধ্যে পাঁচ জনের বাড়ি কালিয়াচক দুই ব্লকের বিভিন্ন গ্রামে৷ বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে তারা জেলার অন্য ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ আরও জানা গিয়েছে, মাস চারেক আগে তাঁরা নির্মাণ কাজে মুম্বই যান ৷ গতকাল দুপুরেই পরিবারের সদস্যরা এই দুর্ঘটনার খবর জানতে পারেন ৷  মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে শাসকদলের একটি প্রতিনিধি দল দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের বাড়িতে যায় ৷  দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের পরিবারগুলিকে ৫০ কিলো করে চাল এবং অন্যান্য কিছু সামগ্রী দেওয়া হয়৷ নজরুল সাহেব জানান, আজ তাঁরা নিজেদের সাধ্য অনুযায়ী দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের পরিবারগুলিকে সাহায্য করেছেন৷ তাঁরা ওই পরিবারগুলির পাশে সবসময় থাকবে বলে জানান।

error: Content is protected !!