এটাই কী জাতীয় নাগরিকপঞ্জি করার সাম্প্রতিক উন্নয়ন?

কলকাতাঃ অসমে পাঁচজনকে গুলি করে হত্যা করার ঘটনায় কলকাতা সহ সারা রাজ্য জুড়ে শুক্রবার প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে তৃনমূল-কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতেই এই ঘটনার পর টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। শুক্রবার সকালে এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে মমতা বন্ধোপাধ্যায়ের ফেসবুক পেজের ডিপ, টুইটারের ডিপি ও অল ইন্ডিয়া তৃনমূল-কংগ্রেসের ফেসবুক পেজের ডিপি কালো করে করে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার রাতে টুইটে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, ‘‌অসম থেকে ভয়ঙ্কর খবর এসেছে। এই নারকীয় হত্যার তীব্র প্রতিবাদ করছি। শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাসকে খুন করা হয়েছে। এটাই কী জাতীয় নাগরিকপঞ্জি করার সাম্প্রতিক উন্নয়ন?‌’‌ অসমের ঘটনায় প্রতিবাদ জানাতে দুপুরে যুব তৃনমূল-কংগ্রেসের সভাপতি অভিষেক বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে  দক্ষিণ কলকাতার ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা৷

error: Content is protected !!