প্রতীক নাথ(পানিসাগর) পানিসাগর রেল কোয়াটার কমপ্লেক্সে অবৈধভাবে জবর দখল করে থাকা তিনটি পরিবার ও দুটি দোকান উচ্ছেদ করলো রেল দপ্তর। অভিযানে আরপিএফ এর ইন্সপেক্টর এল কিক জেনি উপস্থিত ছিলেন। এর আগে কয়েকবার ওই তিনটি পরিবারকে ও দোকানিকে নোটিশ দেওয়ার পরও তারা সরে যায়নি। তাই বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান করা হয় রেল দপ্তর থেকে।
