সত্যি কি ডিজিটাল হয়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা?

নিজেস্ব প্রতিনিধি(আগরতলা) রাজ্য সরকার পরিবর্তনের সাথে সাথে ডিজিটাইলেজেশন হচ্ছে রাজধানী আগরতলার ট্রাফিক ব্যবস্থা । বৈদ্যুতিক আলোর মাধ্যমে নিয়ন্ত্রন করা হচ্ছে যান-বাহনের গতিপ্রকৃতি । রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে যানবাহনের গতি ও দিক নিয়ন্ত্রনের জন্য দপ্তর থেকে যে নির্দেশিকা ব্যবহার করা হয় তা পুরোটাই ইংরেজি ভাষার মাধ্যমে।

 কিন্তু ত্রিপুরা রাজ্যে সাধারনত বাংলা ও ককবরক ভাষাভাষী মানুষ বসবাস করে। তাই রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেও ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা রাজ্যের যানচালকদের কতটা কাজে আসছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তাই রাজ্যের  সর্বস্তরের মানুষ ও যানচালকদের কাছে ট্রাফিক দপ্তরের এই পরিষেবাকে বোধগম্য করে তুলতে দপ্তরের উচিত ঘন ঘন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা । এমনটাই মনে করছে সাধারন মানুষ। আর সেটা না করা হলে ট্রাফিক ডিজিটাইলাইজেশন যেমন সম্পূর্ণরূপে মানুষের কাজে আসবেনা ঠিক তেমনি দুর্ঘটনার হারও কমানো যাবেনা।

শুধুমাত্র বছরে একবার ঘটা করে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করেই দুর্ঘটনা কমানো সম্ভব নয়। তাই দপ্তরের উচিত অবিলম্বে রাজধানীর যানচালকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here