জঙ্গল ছেড়ে এবার মেদিনীপুর ব্লকে হাতির দল

স্টাফ রিপোর্টার(পশ্চিম মেদিনীপুর) হাতির সমস্যায় জর্জরিত জঙ্গলমহল এলাকার বাসিন্দারা । প্রায়দিনই জঙ্গলমহলের কোথাও না কোথাও হানা দিচ্ছে হাতির পাল। শালবনী ব্লক ছেড়ে এবার হাতির পাল হাজির হয়েছে সোজা মেদিনীপুর সদর ব্লকে। শনিবার বিকেল থেকে সদর ব্লকের বিভিন্ন প্রান্তে ৫০ থেকে ৭0টি একটি হাতির পাল ঘুরে বেড়াচ্ছে । রবিবার সকালে খয়েরুল্লা চকের পেছন দিকে মুরাকাটাতে জঙ্গল ছেড়ে লোকালয়ে হাজির হয়ে যায় হাতির পালটি । বিশেষত মাঠের ধান ক্ষেতে এই হাতির পালটি হাজির হয়। ঘন্টাখানেক ধরে জঙ্গল লাগোয়া মাঠের বিঘার পর বিঘা জমির ধান নষ্ট করে তারা আবার ফিরে যায় জঙ্গলে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here