খাওয়া দাওয়া করে দিব্যি ঘুম,তারপর মাঝরাতে যা ঘটলো তা কল্পনারও বাইরে

দীপঙ্কর দেবনাথ(সিমনা) চাপাতার ব্যবসার আড়ালে নেশাকারবারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে সিমনা ব্রক্ষকুন্ড গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হলো ৩ জন যুবককে। ধৃতরা তিনজন বিহারের পাটনার বাসিন্দা। ধৃতরা হলেন বিকাশ কুমার, চন্দন কুমার ও মুকেশ কুমার। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির ওসি মঙ্গলবার গভীর রাতে তাদের ওই গেস্ট হাউস থেকে গ্রেফতার করে। যদিও সংবাদ মাধ্যমের সামনে ধৃত তিন ব্যাক্তির মধ্যে চন্দন কুমার জানিয়েছেন তিনি চা পাতার ব্যবসা করেন। অপর ব্যাক্তি বিকাশ কুমার মোবাইলের ব্যবসা করেন এবং মুকেশ কুমার তাদের সঙ্গে ঘুরতে এসেছেন। ২৮ অক্টোবর তারা গাড়িতে করে গৌহাটি থেকে সরাসরি সিমনার ওই গেস্ট হাউসে ওঠেন। আরাকাটার বাসিন্দা সিদ্ধার্থ রায় ও অমর রায় তাদের ওই গেস্ট হাউসে নিয়ে আসেন। এরমধ্যেই গোপন সূত্রে খবর পায় পুলিশ যে ওই গেস্ট হাউসে তিনজন বিহারী যুবক রয়েছেন। এবং তাদের কাছে একটি সূত্র মারফত খবর আসে যে ধৃতরা চা পাতার ব্যবসার আড়ালে গাঁজার ব্যবসার  সঙ্গে যুক্ত আছেন। খবর পাওয়ার পরেই তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সুন্দরটিলা ফাঁড়ির ওসি প্রিতিময় চাকমা জানিয়েছেন যে  যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কথার মধ্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। তদন্তের স্বার্থে ধৃতদের সিধাই থানাতে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here