জনি ভট্টাচার্য(কুমারঘাট) অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা । রাত পোহালেই রাজ্য জুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি এবং শ্যামা পূজো । উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে অনেক আগে থেকেই শুরু হয়েছে মন্ডপ তৈরীর কাজ,শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামাঞ্চলেও তৈরী হচ্ছে উচু উচু মন্ডপ। উনকোটি জেলার কুমারঘাটের রাজনগর গ্রামেও দেখা গেল একই দৃশ্য। এই গ্রামের বহু পুরোনো একটি ক্লাব হল এল বি বি ক্লাব । ১৯৮৫ সালে ক্লাবের প্রতিষ্ঠা হয়,প্রথম থেকেই এই ক্লাবটি কালী পূজোর আয়োজন করে আসছে ব্যতিক্রম নেই এবারও।
