দক্ষিণেশ্বরের মায়ের আশীর্বাদ এবার কুমারঘাটে

জনি ভট্টাচার্য(কুমারঘাট) অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা । রাত পোহালেই রাজ্য জুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি এবং শ্যামা পূজো । উৎসবকে ঘিরে রাজ্যজুড়ে অনেক আগে থেকেই শুরু হয়েছে মন্ডপ তৈরীর কাজ,শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামাঞ্চলেও তৈরী হচ্ছে উচু উচু মন্ডপ। উনকোটি জেলার কুমারঘাটের রাজনগর গ্রামেও দেখা গেল একই দৃশ্য। এই গ্রামের বহু পুরোনো একটি ক্লাব হল এল বি বি ক্লাব । ১৯৮৫ সালে ক্লাবের প্রতিষ্ঠা হয়,প্রথম থেকেই এই ক্লাবটি কালী পূজোর আয়োজন করে আসছে ব্যতিক্রম নেই এবারও।

foodzone
foodzone

অন্যান্য বারের মতো এবারও শ্যামা মায়ের আয়াধনায় ব্রতী হয়েছে ক্লাব সদস্যরা।পূজো উপলক্ষে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরী হচ্ছে ক্লাবের এবারের পূজো মণ্ডপ। রকমারী আলোকমালায় সেজে উঠছে ক্লাব সংলগ্ন রাস্তাঘাট।
স্থানীয় শিল্পী সুশেন্দ্র শব্দকর এবং ওনার সহযোগিদের অক্লান্ত পরিশ্রমে সেজে উঠছে মণ্ডপ তাছাড়া আলোক সজ্জা এবং অন্যান্য ডেকোরেশনে রয়েছেন কুমারঘাটের সৌরভ ডেকোরেটর । সব মিলিয়ে এবছর ক্লাবের পূজোর মোট বাজেট ১২ লক্ষ টাকা । পূজো দোরগোড়ায় তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে আলোকসজ্জা ও প্যাণ্ডেল নির্মানকারী শ্রমিকদের মধ্যে এখন চরম ব্যাস্ততা।দিন রাত এক করে কাজে ব্যাস্ত শ্রমিকরা । পূজোর দিন থেকে চার দিন পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এল বি বি ক্লাবের পূজো প্যাণ্ডেল । প্রতিদিন সন্ধ্যায় থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বলাই বাহুল্য গোটা কুমারঘাট মহকুমার মধ্যে এই ক্লাব প্রতি বছরই সব থেকে বড় বাজেটের পূজোর আয়োজন করে এবছরও মহকুমার সবথেকে বড় বাজেটের সেরা পূজো দর্শনার্থীদের উপহার দিতে চলেছে এই ক্লাব।
প্রতি বছরের মতো এবারও পূজোর দিনগুলোতে দর্শনার্থীদের মন আকৃষ্ট করতে পারবে বলে আশাবাদী ক্লাব সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here