ছাত্রাবাসে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি

বিশ্বেশ্বর মজুমদার(শান্তিরবাজার) মেধা থাকলেই মিলবে সরকারী চাকরি । চাকরির জন্য কোন রাজনৈতিক দলের পেছনে লাইন দিতে হবে না । বক্তব্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের।

ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার। কিন্তু সরকারের তাগিদ থাকলেই সদিচ্ছা নেই শিক্ষা দপ্তরের বহু বাম মার্গীয় আধিকারিকদের।  ঠিক এইরকম একটি ঘটনা পরিলক্ষিত হলো শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রাবাসে।

ছাত্রাবাসের সুপারেন্টেন্ড প্রতিদিন ছাত্রাবাসের ছাত্রদের দিয়ে পড়াশুনার বদলে বাজারহাট করাচ্ছেন সম্প্রতি ডাকবার্তার ক্যামেরায় ধড়া পড়েছে এই দৃশ্য ।  দেখা গেছে সায়ন দাস ও তাপস দাস নামের দুই ছাত্র ছাত্রাবাসের জন্য সবজি ও অন্যান্য বাজারহাট করছেন। তারা ডাকবার্তার প্রতিনিধিকে জানিয়েছেন হোস্টেল সুপারেন্টেন্ড অতুল দাস তাদের দিয়ে প্রতিদিন বাজারহাঁট করাচ্ছেন।

error: Content is protected !!