“রামমন্দির আর মসজিদ দুটোর কাজ শুরু ডিসেম্বরেই হবে”

নয়াদিল্লিঃ আগামী ডিসেম্বর মাসেই শুরু হবে অযোধ্যায় রামমন্দির নির্মানের কাজ। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ ও রাম জন্মভূমি ন্যাসের প্রেসিডেন্ট রাম বিলাস বেদান্তি। শুধু অযোধ্যায় রামমন্দির নির্মাণ নয় তিনি জানিয়েছেন, লখনউতে নির্মিত হবে মসজিদ ৷এইসব কিছুই তৈরি হবে দুপক্ষের মধ্যে লিখিত চুক্তির মাধ্যমে ।  কোনও অর্ডিন্যান্স জারি করে নয়।

রাম বিলাস বেদান্তি

লোকসভা ভোটের আগে রামমন্দির নির্মাণ আদেও সম্ভব কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে । ২০১৯ সালের জানুয়ারি মাসে এই মামলার শুনানির দিন স্থির করা হবে। নতুন বেঞ্চ গঠন করে এক মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট ।  সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই শিব সেনা, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএসের মতো সংগঠনগুলির স্পষ্ট জানিয়ে দিয়েছে সংসদে আইন এনে মন্দির নির্মাণ হোক। কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে রাজ্যসভার সাংসদ রাকেশ সিনহা বলেছিলেন, “আগামী অধিবেশনেই রাম মন্দির বিল আসছে সংসদে । সরকার যদি বিল না আনে তাহলে তিনি নিজেই প্রাইভেট মেম্বার্স বিল হিসেবে রাম মন্দির বিল আনবেন” ।

আর এবার রাম বিলাস বেদান্তি জানিয়ে দিলেন ডিসেম্বর মাসে শুরু হবে রামমন্দির ও লখনউতে মসজিদ নির্মাণের কাজ। এবার প্রথম নয় এর কয়েকমাস আগে বেদান্তি দাবি বলেছিলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেই রামমন্দিরের কাজ শুরু হবে৷  এখন এটাই দেখার বিষয়যে কবে রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়।

error: Content is protected !!