নয়াদিল্লিঃ আগামী ডিসেম্বর মাসেই শুরু হবে অযোধ্যায় রামমন্দির নির্মানের কাজ। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ ও রাম জন্মভূমি ন্যাসের প্রেসিডেন্ট রাম বিলাস বেদান্তি। শুধু অযোধ্যায় রামমন্দির নির্মাণ নয় তিনি জানিয়েছেন, লখনউতে নির্মিত হবে মসজিদ ৷এইসব কিছুই তৈরি হবে দুপক্ষের মধ্যে লিখিত চুক্তির মাধ্যমে । কোনও অর্ডিন্যান্স জারি করে নয়।
