পুরুলিয়ায় বিজেপি কর্মী খুনে ধৃত ২

শান্তুনু দাস(পুরুলিয়া)-  পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে পুরুলিয়ার জয়পুরের ঘাঘরায় গুলির আঘাতে মৃত দুই বিজেপি কর্মী নিরঞ্জন গোপ ও দামোদর মণ্ডলের ঘটনায় পুলিশ গ্রেফতার করল দু’জনকে । পুলিশ সূত্রে জানা যায়,ধৃতরা হলেন জয়পুর থানারেই জাজরো গ্রামের সীতারাম মাহাত ও ডিমডিহা গ্রামের উমাপদ মাহাত।আজ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে CGM ইনচার্জ সঙ্গীতা মুখার্জি তাদের চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

যদিও এই ঘটনায় প্রথম থেকেই পুরুলিয়া জেলা বিজেপি তাদের দুই কর্মী নিরঞ্জন গোপ এবং দামোদর মণ্ডলকে গুলি চালানোর অভিযোগ তুলেন পুলিশের বিরুদ্ধে । তাদের অভিযোগ,গত ২৭ শে আগস্ট ঘাঘরা পঞ্চায়েতের বোর্ড গঠনে বিজেপির এক জয়ী সদস্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে বচসা শুরু হয় পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে।বিজেপির জয়ী সদস্য যে কাস্ট সার্টিফিকেটটা দেখান,পুলিশের তরফে দাবি করা হয় সেটি নকল।আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয় বচসা। অভিযোগ,এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ।তখনই পুলিশের সেই গুলিতে মৃত্যু হয় বিজেপি কর্মী নিরঞ্জন গোপের।একিসঙ্গে একি ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয় বিজেপির আরও এক কর্মী দামোদর মণ্ডলের।তবে বিজেপির এমন অভিযোগ ঘটনার প্রথম থেকেই পুরোপুরি অস্বীকার করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া।

error: Content is protected !!