বহিঃরাজ্যে পাচারের আগেই ১৮৫ কেজি গাঁজা উদ্ধার পানিসাগরে, আটক ১

প্রতীক নাথ(পানিসাগর) নেশা বিরোধী অভিযানে ফের একবার বিরাট সাফল্য পেলো পানীসাগর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে NL02l3411 নম্বরের একটি দশ চাকার গাড়ি থেকে বিপুল পরিমানে গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমান ১৮৫ কেজি।

   ঘটনার বিবরনে জানা গেছে সোমবার সকাল থেকে পানিসাগর থানার এসডিপিও রাজীব সূত্রধরের কাছে খবর ছিলো যে   NL02l3411 নম্বরের একটি দশ চাকার গাড়ির মধ্যে বিপুল পরিমানে গাঁজা রয়েছে । এবং সেই গাড়িটি চুড়াইবাড়ির দিকে আসছে। এই খবর পাওয়ার পরেই পানিসাগর থানার এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে গাড়িটি ধরার জন্য ওত পেতে বসে থাকে। অবশেষে সোমবার বিকেল ৩টেয় থানার সামনে দিয়ে যাওয়ার সময় গাড়িটিকে আটকায় পুলিশ অফিসারেরা। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার করা হয় ১৮টি ১০ কেজি প্যাকেটের গাঁজা ও বাকি ৫ কেজি প্যাকেটের গাঁজা।

foodzone
foodzone

এই ঘটনায় আটক করা হয়েছে গাড়ি চালককে ।  থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর চালক নিজের মুখে স্বীকার করেছে যে, সে গাঁজা নিয়ে আগরতলা থেকে বিহার যাচ্ছিলো। বিপুল পরিমান গাঁজা উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন উত্তর জেলার এসপি ভানুলাল চক্রবর্তী। গাঁজার আসল মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here