বাইরে পাচারের আগেই পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

গৌতম পাল(উত্তরদিনাজপুর) পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ কালু। ইসলামপুরের চম্পাবাগ এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যেবেলা গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে চম্পাবাগ এলাকায় কয়েকজন দুষ্কৃতী অসৎ উদ্দেশ্যে জড়ো হয়েছে।

খবর পেয়ে দুষ্কৃতীদের ধরতে একটি বিশেষ দল গঠন করা হয় । রাতে চম্পাবাগ এলাকায় অভিযানে নামে পুলিশ। কয়েকটি জায়গায় তল্লাশি চালানোর পর একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ কালুকে। তার কাছ থেকেই উদ্ধার করা হয় একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। বাকি দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

 দীর্ঘদিন ধরেই অস্ত্র পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তর দিনাজপুর । বিভিন্ন সময়ে নিত্যনতুন পদ্ধতি ব্যবহার করে অস্ত্রপাচার করে দুষ্কৃতীরা । এক্ষেত্রেও পাচারের উদ্দেশ্যেই অস্ত্র নিয়ে আসা হয়েছিল কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ । এই বিষয়ে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার আগেই জানিয়েছিলেন অস্ত্র পাচার রুখতে অভিযান চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here