বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল

বাংলাদেশ করোনার সামাজিক সংক্রমণের শিকার হয়েছে তা স্পষ্ট। দেশের ৬৪টি জেলার কয়েকটি বাদ দিলে সর্বত্রই ভাইরাস সংক্রমণের রোগী মিলছে। বৃহস্পতিবার পর্যন্ত ৪ হাজার করোনা রোগীর সন্ধান মিলল। মৃত ১২৭ জন। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের পরিস্থিতি চিন্তাজনক। বাংলাদেশে করোনা রোগীর সর্বাধিক এই দুই অঞ্চলের। ফলে দুই শহরকে বিশেষ অবরুদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশেসকরোনা আক্রান্তের মধ্য়ে ঢাকাতেই আক্রান্তের সংখ্যা সর্বাধিক, ৪৫ দশমিক ৫১ শতাংশ। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগেই সামাজিক সংক্রমণের কথা জানিয়েছেন। এদিন তিনি জানান, নতুন করে ৪১৪ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here