আগরতলা না অস্ট্রেলিয়া! বিভ্রান্ত রাজ্যবাসী

ওয়েব ডেস্কঃ ১৮ নভেম্বর রবিবার রাতে রাজধানীর আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে লক্ষাধিক মানুষকে তার সুরের জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন মুম্বাইয়ের বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক।  ত্রিপুরা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রক আয়োজিত উত্তর-পূর্বাঞ্চলের ষষ্ঠ যুব উৎসবে যোগ দিয়েছিলেন অলকা ইয়াগনিক।

 কিন্তু আশ্চর্যজনকভাবে সোমবার সকাল বেলা বিখ্যাত গায়িকা অলকা ইয়াগনিকের নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেখে হতচকিত হয়ে যায় রাজ্যের বহু মানুষ । ফেসবুক পেইজে ছবি পোস্ট করা হয় যার ক্যাপশনে লেখা হয় লাইভ ইন অস্ট্রেলিয়া। কিন্তু পোস্টটিতে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওটি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের অনুষ্ঠানের ।  কিন্তু অলকা ইয়াগনিকের মত একজন বিখ্যাত গায়িকার ফেসবুক পেজে থেকে কেন এই মিথ্যা প্রচার তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। রাজ্য ও রাজ্যের মানুষকে খাটো করে দেখানো হচ্ছে বলে মনে করছেন অনেকে । অনেকে আবার বলছেন ফেসবুক পেজটি নকলও হতে পারে। তবে যাই হোক পোস্টটি নিয়ে স্যোশাল মিডিয়ার  রীতিমত শোরগোল শুরু হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here