ত্রিপুরা ছাড়তেই সমস্যায় পড়লেন রূপম ইসলাম

ওয়েবডেস্ক: আগরতলাকে মাতিয়ে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই ফসিলস ব্যান্ডের জনপ্রিয় গায়ক রূপম ইসলাম অদ্ভুত সমস্যায় পড়লেন। শুক্রবার সকালে তিনি, তার স্ত্রী রূপসা ও ব্যান্ডের অন্যান্য সদস্যরা আগরতলা এয়ারপোর্টে পৌঁছান। সেদিন সন্ধ্যা ৭টা থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে ২০১৮ এর নর্থ-ইস্ট যুব উৎসবে ফসিলসের অনুষ্ঠান শুরু হয়, শেষ হয় প্রায় ৯টায়।
যথারীতি রূপম ও রূপসা ভেবেছিলেন যে তারা ভারতবর্ষের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরাতে আছেন। কিন্তু সেই ভাবনা বদলে দিলো ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক সংস্থা ভোডাফোন। রূপম ও রূপসা যখন ত্রিপুরাতে প্রবেশ করেন তখন তাদের ভোডাফোন পোস্টপেইড নেটওয়ার্কটিতে ইন্টারন্যাশনাল রোমিং চালু হয়ে যায় অর্থাৎ কোম্পানির মতে তারা তখন ভারতের বাইরে বাংলাদেশে আছে।


রূপম তার ফেসবুক পেজে জানান যে, তার ও রূপসার মোবাইলে একটি মেসেজ আসে ভোডাফোন কোম্পানি থেকে যেখানে তাদের মোবাইল বিলের পরিমান প্রায় ৮০০০ টাকা করে প্রায় ১৬০০০ টাকা বলা হয়। তারপর তিনি কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করলে তারা কোনোরকম সাহায্য করতে পারেনি বলে তিনি অভিযোগ করেন । ভোডাফোন কোম্পানির এইরকম সার্ভিসে গায়ক অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here