আক্রান্ত বেড়ে ২৬ হাজার, মৃতের সংখ্যা ছুঁল ৮২৪

ভয় বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। রবিবার গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৪৯৬। এর মধ্যে অ্যাক্টিভ কেস ১৮, ৯৫৩। সেরে উঠেছেন ৫২০৯ জন। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে মারা গিয়েছেন ৮২৪ জন।

শেষ পাওয়া খবরে মহারাষ্ট্র আক্রান্তের বিচারে সবথেকে এগিয়ে। মোট আক্রান্তের সংখ্যা ৭৬২৮। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১১ জন। মারা গিয়েছেন ২২ জন। এই মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩। এমনই তথ্য দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এরপরেই রয়েছে গুজরাত, দিল্লি, রাজস্থান। গুজরাতে মোট আক্রান্তের সংখ্যা ৩০৭১। মারা গিয়েছেন ১৩৩ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। আক্রান্তের সংখ্যা ২৬২৫। মারা গিয়েছেন ৫৪ জন।

চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ। গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০৯৬। মারা গিয়েছেন ৯৯ জন। এরপরেই রয়েছে রাজস্থান। আক্রান্তের সংখ্যা ২০৮৩, মারা গিয়েছেন ৩৩ জন। এরপর তালিকায় রয়েছে তামিল নাড়ু। ১৮২১ জন আক্রান্ত হয়েছেন সেখানে। মৃতের সংখ্যা ২৩।

error: Content is protected !!