দেশবাসীকে ‘কোভিড ওয়ারিয়র’ হওয়ার আর্জি জানালেন মোদী

করোনা রুখতে দেশবাসীর প্রচেষ্টাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে এগিয়ে এসে ‘কোভিড ওয়ারিয়ার’ হতে বললেন নরেন্দ্র মোদী।

বিবার সকাল ১১ টায় ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য খোলা হয়েছে covidwarriors.gov.in নামে একটি পোর্টাল। এই পোর্টালে যোগ দিয়ে দেশবাসীকে ওয়ারিয়ার হতে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন মাত্র কম সময়ে দেড় কোটি লোক জুড়েছেন এই পোর্টালে।

এছাড়াও মোদী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, লকডাউনের মধ্যে বাড়ি থেকেই নানা মানুষ যেভাবে উৎসব পালন করেছেন তাতে তাঁদের ধন্যবাদ না জানিয়ে উপায় নেই।

পাশাপাশি মোদী দেশবাসীকে উপদেশ দিয়ে জানিয়েছেন, কোনও ভাবেই কেউ যেন ভেবে না নেয় যে তাঁদের এলাকায় এই ভাইরাস এখনও যায়নি বলে আর যাবে না। তিনি বলেন, অতি উৎসাহ নিয়ে কেউ যেন কোনও ভাবে লকডাউনের নিয়ম না ভাঙে।

তিনি বলেন, ‘দো গজ দোরি, বহত হ্যায় জরুরি’। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন, যখন পরের বার ‘মন কি বাত’ অনুষ্ঠান হবে, তখন তিনি আশা রাখেন এই ভাইরাসের প্রকোপ অনেকটা কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here