দলের পরিচয় ব্যবহার করে বিরোধীদের ওপর হামলা করছে দুষ্কৃতীরা, অভিযোগ বিজেপির

ওয়েবডেস্ক: রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই বিরোধীদল বিশেষ করে সিপিএম বারে বারে অভিযোগ করছে, সরকারের সম্মতিতেই তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে ও ঘর-বাড়ি ভাঙচুর করছে বিজেপি কর্মীরা ।

রবিবার শান্তিরবাজার এলাকায় আসন্ন পৌরসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পরদিন পাঁচজন সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা করে অজ্ঞাত দুষ্কৃতীরা। গতকাল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিলোনিয়ায় সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। তিনি হামলার ঘটনায় বিজেপির ওপর আঙ্গুল তোলেন।

সেই অভিযোগের জবাবে ২৪ ঘন্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে বিজেপির দক্ষিণ জেলা সভাপতি বিভীষণ দাস বলেন, যারা হামলা করছে তারা কেউই বিজেপির কর্মী বা সদস্য নয়, এরা দুষ্কৃতী। বিজেপি কোনোরকম হামলা হুজ্জুতি বরদাস্ত করবেনা । পুলিশকে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিজেপি তদন্তে কোনোরকম হস্তক্ষেপ করবেনা । কিছু সমাজবিরোধী আছে যারা বিজেপির নাম পরিচয় ব্যবহার করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রদীপ দাসও। তিনি বলেন, সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসলে তাদের সাথে সহযোগিতা করা হয় কিন্তু বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে সিপিএম।

error: Content is protected !!