বিশ্ববন্ধু সেনের পিডব্লিউডি অফিস অভিযান, ইঞ্জিনিয়ার দিবানিদ্রায় আচ্ছন্ন

ওয়েবডেস্ক: ধর্মনগর মহকুমার এসডিএম মহোদয়কে সাথে নিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পিডব্লিউডি অফিসে সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতির নমুনা প্রত্যক্ষ করতে যান বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ। কিন্তু

পিডব্লিউডি অফিসে গিয়ে তিনি বুঝতে পারলেন সরকারি কর্মচারীদের প্রতি রাজ্য সরকারের কর্মসংস্কৃতির আহ্বানে, কাজের কাজ কিছুই হয়নি। পিডব্লিউডি দফতরের ৪০ জন কর্মচারীর মধ্যে মাত্র ২০জন দফতরে উপস্থিত ছিলেন। দফতরের ইঞ্জিনিয়ার সাহেব তখন দফতরের লাগোয়া সরকারি আবাসে দিবানিদ্রায় আচ্ছন্ন ।

স্থানীয় বিধায়ক ও মহকুমা শাসক দফতরে তলব করার খবর পেয়েও সরকারি আবাসন থেকে দফতরে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় নিলেন। পরে বিধায়ক ও এসডিএমের প্রশ্নের মুখে অনুপস্থিত কর্মচারীদের এবসেন্ট মার্ক করলেন ইঞ্জিনিয়ার মহোদয়। কিন্তু বাস্তবে দফতরের দায়িত্বে থাকা সেই ইঞ্জিনিয়ার মহোদয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? এটাই প্রশ্ন জনগণের।

error: Content is protected !!