ভারতে জাল নিউজ ছড়িয়ে পড়ার জন্য দায়ী জাতীয়তাবাদ: বিবিসি রিপোর্ট

ওয়েব ডেস্কঃ সোমবার এক বিবৃতিতে প্রকাশিত বিবিসি প্রতিবেদনে বলা হয়,  “জাতীয়তাবাদী” মানসিকতার জন্য ভারতের জনগণের মধ্যে “ফেক নিউজ” ছড়িয়ে পড়ছে।

ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, এই তথ্যগুলি ভারত, কেনিয়া ও নাইজেরিয়ার সাধারণ নাগরিকদের মধ্যে ফেক নিউজের প্রবণতার ওপর বিস্তারিত গবেষণার মাধ্যমে উঠে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, টুইটারে ছড়িয়ে পড়া ফেক নিউজ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা যে মিথ্যা খবর ছড়ায় তাদের মধ্যে যোগাযোগ আছে।

সাধারণ নাগরিকদের দৃষ্টিভঙ্গি থেকে জাল নিউজ ছড়িয়ে দেওয়ার বিশ্লেষণ করে বলা হয়েছে, ভারতে “জাল নিউজ ও মোদির রাজনৈতিক মতাদর্শের মধ্যে সম্পর্ক আছে”।

“যদিও মিডিয়াতে পশ্চিমের ‘জাল নিউজ’ এর উপর বেশিরভাগ আলোচনা হয়, কিন্তু গবেষণার এই অংশটি দৃঢ় প্রমাণ করে যে বিশ্বে বিশ্বে ভাবনার জড়িত মানুষেরা এই খবরগুলো সামাজিক প্রচার মাধ্যমের মধ্যে ভাগ করে নেয়,” বলেছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক জ্যামি অ্যাঙ্গাস।

error: Content is protected !!